আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে মোঃ রোহিত (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে৷ নিহত রোহিত উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বর্শিকোড়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।
জানা যায়, বুধবার বিকেলে মোঃ রোহিত পরিবারের অজান্তে বাড়ি থেকে বেড়িয়ে এসে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের গাদোঘাট রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহার গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, রোহিত এক মানসিক ভারসাম্যহীন সে মাঝে মাঝে পরিবারের অজান্তে বাড়ির বাহিরে আসে। তার মৃহদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
(এস/এসপি/নভেম্বর ১৬, ২০২৩)