একে আজাদ, রাজবাড়ী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে তফসিল ঘোষণার পরপরই বুধবার রাতে আনন্দ মিছিল হয়েছে রাজবাড়ী জেলার পাংশায় উপজেলার বিভিন্নস্থানে আনন্দ মিছিল বের করে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ  এবং ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেওয়া ভাষণ শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আর তফসিল ঘোষণার পরপরই আনন্দ মিছিল বের করেন পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানানোর উদ্দেশ্যে বুধবার বিকেল থেকে পৌরসভার টেম্পু স্ট্যান্ডে নেতা কর্মীরা জড়ো হয় পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস এর নেতৃত্বে আনন্দ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তবে পৌর বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশকে মোটরসাইকেল শোডাউন করে টহল জোরদার করতে দেখা গেছে।

আনন্দ মিছিলের উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ সরদার, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুমার কুন্ড, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সজিব হোসেন,সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার, ও পাংশা দলিল লেখক ও স্ট্যামভেন্ডার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন মন্ডল সহ আরো অঙ্গ সংগঠনের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপি-জামায়াতের অবরোধে নাশকতা ঠেকাতে শুরু থেকেই আজ বুধবার পাংশা পৌরসভার বিভিন্ন মোড়ে মোড়ে আওয়ামী যুবলীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের অবস্থান নিয়েছিল।

(একে/এএস/নভেম্বর ১৬, ২০২৩)