ডাক বিভাগের সাবেক মাহাপরিচালক অরুণ কুমার সরকার আর নেই
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : ডাক বিভাগের সাবেক মহাপরিচালক অরুণ কুমার সরকার আর নেই। সোমবার রাতে ৮৮ বছর বয়সে ঢাকার নিউ ইস্কাটন রোডে বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দিব্যান লোকান স্বগচ্ছুতে। মৃতুকালে তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছে। অরুণ কুমার সরকারের বাড়ি নেত্রকোনা কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে। আজ মঙ্গলবার বিকালে আমতলা গ্রামে পারিবারিক শশ্মান ঘাটে তার অন্তেষ্টীক্রিয়া সম্পন্ন হয়।
তার সহোদর ছোট ভাই অজিত কুমার সরকার (চন্দন) জানান তিনি ১৯৬২ সালে সিএসপি কর্মকর্তা হিসাবে ডাক বিভাগে যোগদান করে ১৯৯৭ সালে ডাক বিভাগের মহাপরিচালকের পদ থেকে অবসর গ্রহণ করে ঢাকাতেই বসবাস করতেন। তার মৃত্যুতে এলাকার জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তার গভীর শোক প্রকাশ করেছেন।
(এসবি/এসপি/নভেম্বর ১৪, ২০২৩)