রূপক মুখার্জি, লোহাগড়া : দেশ মাতৃকা, বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় লোহাগড়ায় শুরু হয়েছে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান।  

লোহাগড়া শহরের ছাতড়া সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ ও মহামায়া মন্দির প্রাঙ্গনে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর হতে শুরু হয়েছে ৩২ তম ৩২ প্রহরব্যাপী অখন্ড মহানামযজ্ঞ অনুষ্ঠান। মহানামযজ্ঞানুষ্ঠান চলবে আগামী শুক্রবার (১৭ নভেম্বর) ভোর পর্যন্ত।

এর আগে গত সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পবিত্র গীতা পাঠ ও নাম সংকীর্তনের মধ্য দিয়ে মহানামযজ্ঞ অনুষ্ঠানের শুভ অধিবাস অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানামযজ্ঞানুষ্ঠানের প্রধান পুরোহিত শীল, এন, কান্তি চক্রবর্তী, নিমাই চন্দ্র কুন্ডু, দিলীপ রায, গৌতম সাহা, চিন্ময় রায়, গৌতম দেওয়ান, বিজয় দাস, ননীগোপাল, হরষিত বালা, প্রবীর কুমার কুন্ডু মদন, স্বরুপ সাহা, নিরঞ্জন রায়, জগবন্ধু কুন্ডু ও সুদর্শন কুন্ডু ছোটনসহ প্রমূখ।

৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানে নামসূধা পরিবেশন করবেন ঢাকার তুষার ব্যানার্জীর নেতৃত্বে শ্রী গৌরাঙ্গ সুন্দর সম্প্রদায়, খুলনার মনাশীষ বালার নেতৃত্বে অদ্বৈত, সম্প্রদায়, গোপালগঞ্জের কোটালীপাড়ার শেফালী ওঝার নেতৃত্বে প্রভূজী সম্প্রদায়, খুলনার হীরক বৈদ্য'র নেতৃত্বে শ্রী কৃষ্ণ গোপাল সম্প্রদায়, সাতক্ষীরার রিপন মন্ডলের নেতৃত্বে জয় গৌর সম্প্রদায়, নড়াইলের চৈতী সরকারের নেতৃত্বে রাধা প্রিয় অষ্টসখী সম্প্রদায় এবং ছাতড়ার শ্রী মতুয়া সম্প্রদায়।

এ ছাড়া শনিবার (১৮ নভেম্ব) রাধা-গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন যশোর জেলার মনিরামপুর উপজেলার উত্তমানন্দ দাস, বগুড়ার সুজাতা মোহন্ত ও ববিতা সরকার।

৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান উপলক্ষে যজ্ঞ ভূমি ছাতড়ায় শত শত ভক্ত অনুরাগীদের আগমনে অপূর্ব ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়েছে।এ উপলক্ষে যজ্ঞ ভূমির আশেপাশের এলাকায় মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দোকানীরা রকমারী পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।

(আরএম/এসপি/নভেম্বর ১৪, ২০২৩)