সভাপতি বিশ্বজিৎ, সম্পাদক জুটন
আখাউড়ায় খেলাঘর আসরের নতুন কমিটি গঠন
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নববন্ধন খেলাঘর আসরের নতুন কমিটি গঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে 'প্রতিনিধি সম্মেলন' শেষে ২১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পদে কালের কণ্ঠের সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু ও সাধারণ সম্পাদক পদে ভোরের কাগজের সাংবাদিক জুটন বনিক নির্বাচিত হয়েছেন।
এদিকে নবগঠিত এ কমিটিতে সহ-সভাপতি পদে কাজী স্বপ্না সিফাত, পরিমল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান, আশীষ সাহা, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান খান সুমন, কোষাধ্যক্ষ সঞ্জয় সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুবেল আহমেদ, দপ্তর সম্পাদক মাসুকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক তাহমিনা আক্তার নির্বাচিত হন। এছাড়া কার্যকরী সদস্য পদে আশিষ বিশ্বাস, পলাশ সাহা, নাহিদা আহমেদ শিথিলা, বাসুদেব বিশ্বাস, শুক্লা রায়, মো. সাগর, প্রানেশ ঘোষ, সাজ্জাদ খান প্রান্ত, দুর্জয় বনিক, মনি দাস নতুন কমিটিতে স্থান পেয়েছেন।
এর আগে প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত। শিক্ষক অলক কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। এতে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জুয়েলুর রহমান।
সম্মেলনে বক্তব্য রাখেন শিশুশিল্পী প্রান্তিকা সাহা, হুমায়রা লাবিবা খুশবু ও রুদ্রজিৎ পাল।
নতুন কমিটি ঘোষণার পর নব নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত।
এদিকে নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাঘর আসরের সভাপতি ডা. আবু সাঈদ ও সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার এবং নবীনগর মলয়া খেলাঘর আসরের সভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপু ও সাধারণ সম্পাদক জামাল হোসেন পান্না।
(জিডি/এসপি/নভেম্বর ১৩, ২০২৩)