শ্রীনগরে আ.লীগের উন্নয়নের বার্তা নিয়ে গণসংযোগ
শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আ'লীগের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন মুন্সীগঞ্জ- ১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) নৌকার মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর।
আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আটপাড়া ও বাড়ৈগাঁও বাজারে বর্তমান সরকারের নানান উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সকলের কাছে নৌকা প্রতীকে ভোট চান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আটাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সিকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
(এম/এসপি/নভেম্বর ১২, ২০২৩)