শ্রীনগরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : দেশব্যাপী চতুর্থদফা বিএনপি- জামায়াতের অবরোধ, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যমূলক কর্মকান্ডের বিরুদ্ধে শ্রীনগরে আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়। শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন,মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত, শ্রীনগর উপজেেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজি নেছার উল্লাহ সুজন, মহিলা নেত্রী ফিরোজা বেগম, মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান জনেট, সাজেদুল আলম ওপেল, মহসিন রেজা, শ্রীনগর উপজেলা ছাত্র লীগের সভাপতি শাওন খান, সহ সভাপতি আবির মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে সৌরভ, সরকারি শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন প্রমুখ।
(এআইএম/এএস/নভেম্বর ১২, ২০২৩)