বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বৃহস্পতিবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত জামাত-বিএনপির হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন কালে বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজার রহমান-এর ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা ও গ্রেফতারের দাবি জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম মোহন।
এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে বিবৃতিতে তিনি এই অতর্কিত ও নেক্কারজনক হামলার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সচেষ্ট ভূমিকা প্রত্যাশা করেছেন।
(এটিআর/এসপি/নভেম্বর ১০, ২০২৩)