লোহাগড়ায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
লোহাগড়া প্রতিনিধি : দৈনিক ভোরের কাগজের নড়াইল জেলা প্রতিনিধি শুভ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণসহ মূল্যবান জামা-কাপড় চুরি করে নিয়ে গেছে।
বুধবার গভীর রাতে শুভ সরকারের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে এ চুরি সংঘটিত হয়েছে।
সাংবাদিক শুভ সরকার জানান, বুধবার গভীর রাতে একদল চোর কৌশলে বাড়ির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে বাড়ির দুই ভরি সোনা ও নগদ ৩০ হাজার টাকাসহ মূল্যবান জামা-কাপড় চুরি করে। এরপর চোরের দল আমার বড় বৌদির কানের দুল ছিড়ে নেওয়ার সময় বৌদি টের পেলে তার চিৎকারে বাড়ির লোকজন ঘুম থেকে জেগে উঠলে চোরেরা পালিয়ে যায়।
চুরির বিষয়ে লোহাগড়া থানায পুলিশকে অবহিত করলে লোহাগড়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দীন জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(আরএম/এসপি/নভেম্বর ০৯, ২০২৩)