রাজারহাটে আওয়ামী লীগের শান্তি মিছিল
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল নৈরাজ্য অগ্নি সন্ত্রাস মোকাবিলায় ও দ্বিতীয় দফা অবরোধের বিরুদ্ধে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামীলীগের শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সাড়ে ১২ টায় রাজারহাট উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে উপজেলার সোনালী ব্যাংক চত্বরে হতে একটি শান্তি মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহসভাপতি এটিএম সাজেদুর রহমান মন্ডল চাঁদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহফুজার রহমান মনু, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমন কুমার রায় ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।
(পিএস/এসপি/নভেম্বর ০৫, ২০২৩)