শ্রীনগরে ট্রাকসেলে আলু বিক্রি
শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও বাজার কমিটির সার্বিক সহযোগিতায় সরকার নির্ধারিত মূল্যে ট্রাকসেলে আলু বিক্রি করা হচ্ছে। ট্রাকসেল কার্যক্রমের আওতায় প্রতি কেজি আলু বিক্রি করা হচ্ছে ৩৬ টাকা করে।
আজ শনিবার সকালে শ্রীনগর বাজার সংলগ্ন (শ্রীনগর সার্কেল অফিস) ট্রাকসেল কার্যক্রমটি পুনরায় চালু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, শ্রীনগর (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ বাজার কমিটির সংশ্লিষ্টগণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ট্রাকসেল কার্যক্রমের আওতায় ৩৬ টাকা কেজি দরে প্রতিদিন গড়ে ৫০ কেজি ওজনের ২৫ বস্তা আলু বিক্রি করা হবে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রী: সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির ট্রাকসেল কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
(এআই/এসপি/নভেম্বর ০৪, ২০২৩)