মাদারীপুরে প্রতারক চক্রের তিন সদস্য আটক
মাদারীপুর প্রতিনিধি : সহজ শর্তে ঋণ দেয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া ও বিভিন্ন নামে এনজিও এর কর্মী পরিচয় দেয়া চক্রের তিনসদস্যকে পুলিশ আটক করেছে।
বুধবার (১ নভেম্বর) মাদারীপুরের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় প্রতারণার মামলা করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলম মীরাকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝাকার গ্রামের মৃত দবির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৫০), একই উপজেলার মুকসুদপুর গ্রামের আবু বকর মুন্সির ছেলে মাসুদ মুন্সি (৩৭) ও অজুর্ণদাহা গ্রামের আপেল শেখের ছেলে আলমগীর হোসেন শেখ (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঐ প্রতারকচক্র মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলম মীরাকান্দি এলাকায় সাধারণ মানুষকে সহজ শর্তে ঋণ দেয়ার কথা বলে জামানত সংগ্রহ শুরু করেন। এসময় তারা আদ্ দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচয় দেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে সিদ্দিক, মাসুদ ও আলমগীর নামে তিনজনকে আটক করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন। পরে আটক তিনজনকে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় বুধবার সকালে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় প্রতারণার মামলা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, আটকরা আদ্ দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচয় ব্যবহার করে ঋণ দেয়ার ভুয়া বই ও কাগজপত্র ছাপিয়েছেন। দীর্ঘদিন ধরে এক একজনকে ৫ লাখ টাকা ঋণ দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা জামানত নেন। পরে তারা এলাকা থেকে লাপাত্তা হয়ে যান। আর তাদের খুঁজে পান না ভুক্তভোগিরা। আটক তিনজনের বিরুদ্ধে এরআগেও রাজধানীর শের-ই বাংলা থানা, ফরিদপুরের আলফাডাঙ্গা থানাসহ বিভিন্ন থানায় প্রতারণার মামলা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।
(এএসএ/এসপি/নভেম্বর ০১, ২০২৩)