শ্রীনগরে কোভিড-১৯ প্রতিরোধমূলক কর্মশালা
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে কোভিড-১৯ প্রতিরোধমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তোহা মোহাম্মদ শাকিলের সভাপতিত্বে ও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শংকর কুমার পালের সঞ্চালনায় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ডাক্তার, স্বাস্থ্য সহকারী, নার্স, স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক ও গণ মাধ্যমকর্মী। কর্মশালায় ৭ ধরণের করোনা ভাইরাস সম্পর্কে ব্রিফিং করা হয়। এসব করোনা ভাইরাস থেকে মানব দেহকে সুরক্ষা রাখতে ও কোভিড-১৯ প্রতিরোধে করনীয় সমন্ধে আলোচনা করা হয়।
(এএম/এসপি/নভেম্বর ০১, ২০২৩)