সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : রাজধানী ঢাকায় পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক ও অমানবিক হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আজ সোমবার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানী্রয সাংবাদিক নেতারা।
এর আগে দুপুরে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে সাংবাদিকেরা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট বাচিকশিল্পী মো. মনির হোসেন, যুগ্ম সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সিনিয়র সাংবাদিক কবি জয়দুল হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, গাজীটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, জাগো নিউজের জেলা প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি প্রমুখ।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্বপালনকালে গত ২৮ অক্টোবর রাজধানীতে যেভাবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত সাংবাদিকদের উপর হামলা হয়েছে, কোনভাবেই সাংবাদিক সমাজ সেটি বরদাশত করবেনা। এ হামলার কঠোর বিচার হতে হবে।
সাংবাদিকেরা বলেন, সাংবাদিকদের কাজ হলো সংবাদ সংগ্রহ করা। অথচ সেদিন সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গিয়েই হামলার শিকার হন। কোন সভ্য সমাজে যা কখনও কাম্য হতে পারে না।
বক্তারা বলেন, আমরা মনে করি, স্বাধীনতা বিরোধী রাজনৈতিক অপশক্তিই সেদিন পরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্য করে এমন নৃশংস হামলা চালিয়েছে। আমরা এ ধরণের ঘৃণ্য হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ারও জোর দাবি জানাই এবং আহত সাংবাদিকদের উন্নত চিকিৎসায় সরকারের হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
(জিডি/এসপি/অক্টোবর ৩০, ২০২৩)