২ ওষুধের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুর প্রতিনিধি : শিবচরে দুই ওষুধের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করেছে মাদারীপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে শিবচরের পৌর বাজারের দুটি দোকানে অভিযান চালান মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শিবচর বাজারের ৭১ সড়কের সাইয়েদা ফার্মেসী ও মাদবর ফার্মেসীতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় দুই প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। সাইয়েদা ফার্মেসীর মালিককে ২০ হাজার এবং মাদবর ফার্মেসীর মালিককে ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে শিবচর স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক এবং শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, অভিযানে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি ও মেয়াদ উত্তির্ণ ওষুধ পাওয়া যায়। তাই দুই ব্যবসায়িকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সকল ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে।
(এএসএ/এসপি/অক্টোবর ৩০, ২০২৩)