রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় ইমাম, মোয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মির্জা আজম এমপির মতবিনিময় সভা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সকালে মাদারগঞ্জ এসএম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ মাদারগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও মাদারগঞ্জ উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট কমিটির সভাপতি অধ্যক্ষ গোলাম রব্বানী, জেলা পরিষদের সদস্য দৌলত জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু অরুণ কুমার সাহা প্রমুখ।

(আরআর/এএস/অক্টোবর ২৩, ২০২৩)