রাজন্য রুহানি, জামালপুর : ‘গাজায় ধ্বংসস্তুপের নীচে মানবতা কাঁদছে’ এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকালে শহরের দয়াময়ী মোড়ে জামালপুর হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জামালপুর হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অজয় কুমার পাল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা শাখার সভাপতি আমির উদ্দিন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার উপদেষ্টা সাযযাদ আনসারী, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. ইউনুস আহমাদ, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতিমিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একে এম আশরাফুজ্জামান স্বাধীন প্রমুখ।

বক্তারা বলেন, অনতিবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে। তা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

(আরআর/এসপি/অক্টোবর ২১, ২০২৩)