নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : মুন্সীগেঞ্জর টঙ্গীবাড়ীতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী লিটন হাওলাদার (৪০) কে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি সঙ্গীয় একটি ফোর্স। দীর্ঘ ১৫ বৎসর ছদ্মবেশ ধারন করে আত্মগোপনে গা ঢাকা দেওয়া ওই আসামী। উপজেলার পাঁচগাও ইউনিয়নের দশত্তর গ্রামের ইদ্রিস আলী হাওলাদার এর ছেলে লিটন। টঙ্গীবাড়ী থানার পুলিশ এসআই আল আল মামুন দক্ষতার সাথে কৌশলে তাকে গ্রেফতার করেন।

এস আই আল মামুন জানান, আমি টঙ্গীবাড়ী থানা সংগীয় ফোর্স সহ র‌্যাব- ১০ কেরানীগঞ্জ টিম এর এসআই মেহেদুল ইসলামের সহায়তায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী লিটন হাওলাদারকে (৪০) গাজীপুর গাছা থানা জিএমপি গাজীপুর এলাকা থেকে গত বৃহস্পতিবার গ্রেফতার করি।

তিনি আরোও জানান, আসুন অপরাধীকে গ্রেফতারে সহায়তা করি অপরাধ মুক্ত সোনার বাংলা গড়ি।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসারস ইনচার্জ মোঃ রাজীব খান জানান দীর্ঘ্য ১৫ বৎসর আত্মগোপনে পালিয়ে থাকা ধর্ষণের মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী লিটন হাওলাদার (৪০) কে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আল মামুন দক্ষতার সাথে গ্রেফতার করতে সক্ষম হয়।

(এনডিজি/এসপি/অক্টোবর ২১, ২০২৩)