কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ২০ লাখ টাকার প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। উপজেলার রুপাপাত ইউনিয়নের নয়াকদমী গ্রামের নিজ বাড়ি থেকে মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। আটককৃত ওই ব্যক্তির নাম আব্দুল ওহাব শেখ (৬০)। 

মামলার বাদী উপজেলার ডহরনগর তদন্ত কেন্দ্রের সাবেক আইসি মো. খলিলুর রহমান জানান, ‘প্রায় দুই বছর আগে রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের আব্দুল ওহাব শেখ আমার এক নিকট আত্মীয়কে বিদেশ নেয়ার ব্যাপারে আমার মাদারীপুরের বাড়িতে এসে ২০ লাখ টাকা নিয়ে যায়। টাকা নেয়ার সময় সে একটি স্ট্যাম্পে লিখিত দিয়ে যায়। কিন্তু দীর্ঘদিন আমার ওই আত্মীয়কে বিদেশও পাঠায় না এবং টাকাও ফেরত দেয় না। এ ঘটনায় আমি চলতি বছরে মাদারীপুর কোর্টে ৪০৬/৪২০ ধারায় প্রতারণার মামলা করি।’

এ ব্যাপারে ডহরনগর তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, ‘মাদারীপুর কোর্টের একটি সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় আসামি আব্দুল ওহাব শেখকে মঙ্গলবার রাত ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বুধবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

(কেএফ/এসপি/অক্টোবর ১১, ২০২৩)