রৌমারীতে ফুটবল খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ফুটবল খেলতে গিয়ে তারা মিয়া নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই স্কুল ছাত্র রৌমারী উপজেলার চর লাঠিয়ার ডাঙ্গা গ্রামের আবুল কালামের পুত্র।
শুক্রবার বালিয়ামারি এলাকায় নতুন জেগে ওঠা চরে নয়াপাড়া-লাঠিয়ালডাঙ্গা দু’গ্রামবাসীর মধ্যে প্রীতি ফুটবল টুর্ণামেন্টের ব্যবস্থা করা হয়। ওই খেলা খেলতে গিয়ে পেটে ফুটবল লেগে গুরুতর আহত হয় তারা মিয়া। পরে তাকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা বলেন, পেটের নাড়িতে অনেক জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে।
সেখানে থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে তাকে ঢাকায় নিয়েও কোন কাজ হয়নি। অবশেষে বাড়িতে নিয়ে এলে আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান।
(আরআইএস/এএস/নভেম্বর ০৪, ২০১৪)