বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে ১২টি শ্রেষ্ঠ দুর্গাপূজা মন্ডপকে পুরস্কার দেয়ার ঘোষণার পর এবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ১০টি শ্রেষ্ঠ দুর্গাপূজা মন্ডপকে আকর্ষণীয় পুরস্কার দেয়ার ঘোষণা দেন নবাগত ইউএনও তানভীর শামীম।

শনিবার দুপুরে দুর্গাপূজা উপলক্ষে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর শামীম এ ঘোষণা দেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষে উপজেলা প্রশাসন এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, ওসি মাহবুব আলম, পূজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট বিনয় চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আবু মুছা, জাকির হোসেন, লাল মিয়া, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, এম কে জসীম উদ্দিন, মানিক বিশ্বাস, সীতানাথ সূত্রধর, রতন চন্দ, স্বরস্বতী বর্মণ, মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।

মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দুর্গাপূজা চলাকালে বিকেল ৫টা থেকে ভোর ৫ টা পর্যন্ত পুজামন্ডপের আশেপাশে মটর সাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা, সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত রাখা, মন্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য রাখা, পুজামন্ডপে ডিজে গান সম্পূর্ণ বন্ধ রাখা, রাত ১২টার পর উচ্চস্বরে সাউন্ডবক্স বন্ধ রাখা, সব পুজামন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা, পুজা চলাকালীন প্রতিদিন পুলিশের পাশাপাশি রেবের টহল জোরদার করা ও প্রতিটি মন্ডপে সম্প্রীতি কমিটি গঠন করে পুজার সার্বিক শান্তি শৃংখলা বজার রাখার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে ইউএনও তানভীর শামীম বলেন, 'এবারের দুর্গাপূজা জাঁকজমক ও সাড়ম্বরে উদযাপনের লক্ষে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ি উপজেলার ১২৯টি পুজামন্ডপ থেকে বাছাই করে মোট ১০টি শ্রেষ্ঠ দুর্গাপূজা মন্ডপকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবার ১০টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। যা দেখে অন্যরাও যেন উৎসাহিত হতে পারেন।

পাশাপাশি দুর্গাপূজা চলাকালে কোন ব্যক্তি বা গোষ্ঠী পূজায় কোন বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে, তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা দুটোই প্রদান করা হবে বলেও ইউএনও জানান।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে পুলিশ প্রশাসন আয়োজিত নবীনগর থানায় অনুষ্ঠিত অনুরূপ এক মতবিনিময় সভায় নবীনগর থার ওসি মাহবুব আলম ১২ শ্রেষ্ঠ দুর্গাপূজা মন্ডপকে পুরস্কার প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানের সঞ্চালক পূজা উদযাপন পরিষদের সদস্য সদসচিব সঞ্জয় সাহা জানান,' এ বছর নবীনগর উপজেলার ১টি পৌরসভাসহ ২১ টি ইউনিয়নে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ি মোট ১২৯টি পুজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যারমধ্যে পৌর এলাকাতেই ৩৬টি পুজা অনুষ্ঠিত হবে।'

(জিডিএ/এএস/অক্টোবর ০৭, ২০২৩)