রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখায় ৪৪ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যকে সাইকেল, সেলাই মেশিন ও ছাতা পুরস্কার প্রদান করা হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা শিল্প একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের কমাণ্ডার ড. মো. সাইফুর রহমান বিভিএম (বার) পিএএমএস।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। এ বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী করতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, শেরপুর ৩২ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক মো. মাহবুবুল আলম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস বিএএমএস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির প্রমুখ।

জামালপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট কার্যালয় আয়োজিত জেলা সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জামালপুর জেলার কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রত্না।

জেলা সমাবেশে জামালপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/অক্টোবর ০৩, ২০২৩)