লোহাগড়ায় অকাল প্রয়াত শিল্পী মিলু ঠাকুরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা সংগীত একাডেমীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অকাল প্রয়াত শিল্পী মিলু ঠাকুরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় লক্ষ্মীপাশাস্হ আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠানের সভাপতি মো: লিয়াকত বিশ্বাসের সভাপতিত্বে ও সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র মো: আশরাফুল আলম, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিল্পী শক্তি প্রসাদ চট্টোপাধ্যায়, হাসান খান, শাহরিয়ার আলম শাহীন, দৈনিক কালবেলার লোহাগড়া উপজেলা প্রতিনিধি কাজী ইমরান হোসেন ও শিল্পী মিলু ঠাকুরের ছেলে রাজিন ঠাকুর প্রমূখ। স্মরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ২৭ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে শিল্পী মিলু ঠাকুর মৃত্যুবরণ করেন।
(আরএম/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৩)