গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান মন্ডল
রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসে কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান মন্ডল। জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য তাকে জেলার মধ্যে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
আসাদুজ্জামান দোলন ২০১৪ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে প্রথমে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যোগদান করেন পরে ২০১৯ সালের ২৬ আগস্ট বদলী হয়ে পলাশবাড়ী উপজেলায় আসেন। যোগদান করার পর থেকেই নিজের কর্মদক্ষতায় সবার কাছেই হয়ে উঠেছেন গ্রহণযোগ্য প্রিয় ব্যক্তিত্ব হিসেবে। এ উপজেলায় তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে চাকরি করে আসছেন।
তিনি বলেন, আমার লক্ষ্য শিশুদের সার্বিক বিকাশে একাগ্রচিত্তে কাজ করা। যাতে শিশুরা যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। করোনাকালীন সময়ে ক্লাস্টার ভিত্তিক মেসেঞ্জার গ্রুপ তৈরি করে সকল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সক্রিয় যোগাযোগ, গুগল মিটের মাধ্যমে ক্লাস্টারের বিষয় ভিত্তিক শিক্ষক দিয়ে শ্রেণি ও এলাকা ভিত্তিক গ্রুপ তৈরি করে অনলাইন ক্লাস চালুকরন, শিক্ষক ও অভিভাবকদের অনলাইনে যোগাযোগে উদ্ভুদ্ধ করন, শিক্ষকদের সাথে নিয়ে এলাকা ভিত্তিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিট ছাড়াও করোনা পরবর্তী সময়ে প্রতিটি বিদ্যালয়কে পরিস্কার পরিচ্ছন্ন করে শ্রেণি পাঠদানের উপযোগী করে তোলা, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি করণকল্পে মাঠে সক্রিয় ভাবে কাজ করা, অভিভাবক, বিদ্যুৎসাহী ব্যক্তি, এসএমসি, পিটিএ, সমাজের সচেতন মানুষদের বিদ্যালয় কার্যক্রমে অন্তর্ভুক্ত করণে সক্রিয় ভাবে কাজ করা, শিক্ষক-অভিভাবক, ছাত্র -শিক্ষক সম্পর্ক উন্নয়ন, বিদ্যালয়ের শ্রেণি পাঠদান কার্যক্রম মনিটরিংয়ে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন।
কৃতজ্ঞতা স্বীকার করে আসাদুজ্জামান দোলন বলেন, আমি জেলায় শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোনীত হওয়ায় শিক্ষা বিভাগের নিকট চির কৃতজ্ঞ। আমি শতভাগ চেষ্টা করেছি কাজ করতে। তার প্রতিদানও পেয়েছি। ভবিষ্যতেও এ ধারা যেন অব্যাহত রাখতে পারি এজন্য সকলের নিকট দোয়া চাই।
(আরআই/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৩)