বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে জেলা জামায়াতে ইসলামী।
আজ বুধবার সকালে বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর বাজারে বাগেরহাট- খুলনা মহাসড়কে বিশাল মিছিল করেছে দলটি। মিছিল থেকে দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায় বাধা প্রদানের নিন্দা, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিল। মহাসড়কজুড়ে বিক্ষোভ মিছিল চলাকালে যান চলাচল ব্যহত হয়।
বাগেরহাট সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আজিজুর রহমান জানান, বুধবার সকালে সদরের ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর বাজারে জেলা জামায়াতে ইসলামী একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে। কয়েক মিনিট পরে তারা ওই এলাকা থেকে চলে যায়।
(এস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৩)