সাভারে সৎ বাবার বাসায় বেড়াতে এসে গণধর্ষণের শিকার কিশোরী
তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে সৎ বাবার বাসায় বেড়াতে এসে গণ ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১২)। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ৩ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করলে প্রধান অভিযুক্ত হৃদয় হাসানকে (২১) গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযুক্তরা হলেন সাভারের চাপাইন এলাকার মো. রতনের ছেলে হৃদয় হাসান (২১), মানিকগঞ্জের সিংগাইরের ভাকুম এলাকার মো. ওহাবের ছেলে মাসুম (৩৪) ও একই এলাকার লাবু খানের ছেলে তুহিন (১৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী তার মায়ের সাথে সাভারের চাপাইন এলাকায় মায়ের দ্বিতীয় পক্ষের স্বামীর বাড়িতে বেড়াতে গেলে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে সেখানে তার স্বামীর ভাতিজা হৃদয় পূর্ব পরিচয়ের সুত্রে ওই কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে। পরে অনেক খুঁজেও তাদের পাওয়া যায়নি। এর কয়েকঘন্টা পরে ভুক্তভোগীর খালার মোবাইলে ফোন দিয়ে ওই কিশোরী জানায় তাকে অপহরণ করে পার্শ্ববর্তী মানিকগঞ্জের সিংগাইর থানাধীন পূর্ব ভাকুম এলাকার একটি বাড়িতে নিয়ে অভিযুক্ত তিনজন তাঁকে গণধর্ষণ করেছে। পরে সেদিন রাতে মেয়েটি বাসায় ফিরে আসে।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক হাসান শিকদার বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জের সিঙ্গাইর থানা এলাকা থেকে অভিযুক্ত একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।
(টিজি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৩)