মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে হাফিজুলের মৃত্যু
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে মোঃ হাফিজুল (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল ৪ টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা বাগিচাপাড়া গভীর নলকূপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল কাহালু থানার চকদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে।
জানা যায়, রবিবার বিকেলে দুই ব্যক্তি নাগর নদী থেকে মাছ ধরে বাড়িতে ফিরছিলো। হঠাৎ হরিণমারা বাগিচাপাড়া জমির মাঠে গভীর নলকূপ এলাকায় পৌঁছাতে বজ্রপাতে হাফিজুল মারা যান। এ ঘটনায় বুলবুল নামের আরেক ব্যক্তি গুরুতর আহন হন। আহত বুলবুল কাহালু থানার একই গ্রামের মৃত মহসিনের ছেলে। স্থানীয়রা আহত বুলবুলকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
(এস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৩)