ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৭ দফা দাবি আদায়ে কর্মসূচি
দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কর্মসূচির ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের উক্ত কর্মসূচি পালন করে ফরিদপুর জেলা উপজেলা ফরিদপুর সদর ও পৌর হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রধান অতিথি অনশন কারীদের জল পান করে অনুসরণ ভান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
এর আগে দিনব্যাপী ব্যাপী অনুসরণ কর্মসূচিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ভবতোষ বসুরায় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব অলোকসেন, সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, সত্যজিৎ মুখার্জী, সুবোধ চন্দ্র দে, অনুপ তরফদার রনি, প্রভাত সিংহ, গণেশ কর্মকার, যুব ঐক্য পরিষদের আহবায়ক অ্যাডভোকেট তুষার কুমার দত্ত সদস্য সচিব সঞ্জয় কর্মকার, শ্রী গৌতম সাহা, সুব্রত সাহা গুপ্ত ডিউক, ইন্দ্রজিৎ দাস।
সভায় বক্তারা অবিলম্বে সাত দফা মেনে নেবার জন্য সরকারের নিকট দাবী জানান।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৩)