একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিয়েরের দাবীতে এক গৃহবধূ অনশন করছে প্রেমিকের বাড়িতে।

জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের খামারমাগুরা গ্রামের ইমান আলী সেকের ছেলে বিপ্লব মাহমুদ ওরফে মোজাফ্ফর (২৫) সেকের বাড়ীতে আজ শনিবার সকালে বালিয়াকান্দি ইউনিয়নের খোর্দ্দ মেগচামী গ্রামের মৃত ইয়াকুবের মেয়ে দুই সন্তানের জননী রেখা বেগম (৩০) অনোশন করছে।রেখা বেগম জানান মোজাফ্ফরের সাথে সাত মাস আগে প্রেমের সর্ম্পক। প্রেমের সুবাধে তার সাথে অনেক স্থানে গিয়ে আমরা শারিরীক সর্ম্পক করি। তাকে বিয়ের চাপ দিলে গত ২০ জুলাই রাজবাড়ী নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে বালিয়াকান্দিতে বাসা ভাড়া করে দুই মাস থাকি। এরপর আমি ঢাকা চলে যায়।কয়েকদিন ঢাকা থাকার পর আজ শনিবার ওকে ফোন দিলে সে আমাকে বলে তুমি আমার বাড়ীেতে চলে আসো। আমি এই বাড়ীতে আসলে ওর বাবা মা আমাদের বিয়ে মেনে নিচ্ছে না। আমাকে সামাজিক ভাবে মেনে না নিলে আমি এই বাড়ী থেকে যাব না।

(একে/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৩)