মাসুম সভাপতি, বাদল সম্পাদক
ঢাকাস্থ নবীনগর উপজেলা পোস্ট গ্র্যাজুয়েট এসোসিয়েশনের আত্মপ্রকাশ
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকাস্থ নবীনগর উপজেলা পোস্ট গ্র্যাজুয়েট এসোসিয়েশন নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শুক্রবার ঢাকার একটি অভিজাত হোটেলে নতুন এ সংগঠনটির যাত্রা শুরু হয়। আত্মপ্রকাশ হওয়া নতুন এই সংগঠনটির সভাপতি হিসেবে ফখরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুর রহমান বাদলের নাম ঘোষণা করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি, সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ৭১ সদস্যের কমিটির নাম পড়ে শোনান।
এর আগে নবগঠিত এ সংগঠনের আহবায়ক ফখরুল ইসলান মাসুম এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বাদল ও মাহবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থেকে নির্বাচিত সাবেক সাংসদ ও নবগঠিত এই সংগঠনের প্রধান উপদেষ্টা ফয়জুর রহমান বাদল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য তকদির হোসেন মো:জসিম, এলজিইডি'র সাবেক তত্বাবধায়ক প্রকৌশলী বিপুল চন্দ্র বণিক, নবীনগর সরকারি কলেজের সাবেক ভি পি এ কে এম হাবিবুর রহমান (খায়ের), সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. জাকিরুল হক বাহার, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রুহুল আমিন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আলামিনুল হক আলামিন সহ অনেকেই।
বক্তারা নবীনগরের সার্বিক কল্যাণ ও উন্নয়নে নবগঠিত ঢাকাস্থ নবীনগর উপজেলা পোস্ট গ্র্যাজুয়েট এসোসিয়েশন কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন। এসময় বক্তারা সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
(জিডি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৩)