সাংবাদিক বিশ্বজিৎ’র পিতার ৭তম মৃত্যুবার্ষিকী পালিত
মহম্মদপুর প্রতিনিধি : জাতীয় দৈনিক বাংলা ৭১ পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায় এর-পিতা সমাজসেবক ইন্দ্রজিৎ সিংহ রায়ের ৭-তম মৃত্যু বার্ষিকী আজ বৃহস্পতিবার পালিত হয়েছে।
তিনি ২০১৬ সনে এই দিনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে উপজেলার নহাটা গ্রামে নিজ বাড়িতে তাঁর পরমাত্মা স্মরণে গীতা পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। তিনি মৃত্যুর পূর্বে উপজেলার নহাটা শ্মশান প্রতিষ্ঠা করেছেন, মাগুরা সদরের বরই শ্মশানের দাতা ছিলেন। এছাড়া নহাটা শ্মশান কালী বাড়ির সাবেক সাধারণ সম্পাদক ও চাকুলিয়া বুড়ো ঠাকুর তলা মন্দিরের সভাপতি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা নাতি নাতনি সহ অসংখ্য গুণীজন রেখে গেছেন।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৩)