স্টাফ রিপোর্টার : ভারতের চেন্নাইয়ে বসছে ‘পথশিশু ক্রিকেট বিশ্বকাপ’। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৬ দেশ। এতে অংশ নেবে বাংলাদেশের পথশিশু ক্রিকেট দলও। এরই মধ্যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গঠন করা হয়েছে দল। নিয়ম অনুযায়ী- দলে থাকছে ছেলে-মেয়ে উভয়ই খেলোয়াড়। পথশিশু বিশ্বকাপে লাল-সবুজের বিজয়কেতন ওড়াতে লড়াইয়ের সব প্রস্তুতিও সেরেছে ওরা।

বাংলাদেশ দল

২০-৩০ সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে পথশিশু ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবে হাসান আলী মুসাফির। দলের অন্য সদস্যরা হলো- সহ-অধিনায়ক ইমন ইসলাম, হাসিব, রুবেল, আফরিন খাতুন, সাথী, রাজিয়া, জেসমিন, স্বপ্না, হামিদা। দলে কোচের দায়িত্ব সামলাবেন আসাদ উল্লাহ আসাদ।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডো’ পথশিশুদের নিয়ে ক্রিকেট দল গঠন, তাদের অনুশীলন ও টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যবস্থাপনা করছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরি-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিডোর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিডোর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘পথশিশু ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব অত্যন্ত গৌরবের। সরকারের সমর্থন ও সহায়তায় এ টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করা পথশিশুদের পাসপোর্ট প্রাপ্তি ও ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিজ দেশের শিল্প-সংস্কৃতিসহ আবেগ-অনুভূতি ভাগাভাগি করতে শিশুরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

পথশিশু ক্রিকেট বিশ্বকাপ শুধু প্রতিভা বিকাশের মঞ্চ নয় জানিয়ে বলেন, ‘বিশ্বব্যাপী অসহায়-সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষমতায়ন এবং তাদের অধিকার রক্ষায় বৈশ্বিক সচেতনতার একটি মাধ্যম এ টুর্নামেন্ট। এ আয়োজন বিশ্বব্যাপী পথশিশুদের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন বলেন, অসহায়-সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের পথশিশুদের হয়ে বৈশ্বিক প্রতিনিধিত্ব করার যে অভিযানে আমরা অংশ নিতে চলেছি, তা সত্যিই অবিশ্বাস্যভাবে গর্বের।

তিনি বলেন, আমাদের এ আয়োজন বিশ্বব্যাপী পথশিশুদের অধিকার রক্ষায় আওয়াজ তুলবে এবং তা পথশিশুদের পরিচয় ও অংশগ্রহণ নিশ্চত করতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।

ভারত সরকারের সমর্থন এবং শ্রী দায়া ফাউন্ডেশনসহ দেশটির বেশ কয়েকটি সংস্থার সহায়তায় যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা স্ট্রিট চাইল্ড ইউনাইটেড এবারের পথশিশু বিশ্বকাপের আয়োজন করেছে। এ বছর বিশ্বকাপের মূল প্রতিপাদ্য ‘পরিচয় এবং প্রবেশাধিকার’। অর্থাৎ মৌলিক পরিষেবাগুলোতে পথশিশুদের প্রাপ্যতা ও তাদের অংশগ্রহণকে জোরালো করা।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৩)