স্টাফ রিপোর্টার, ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও বহাল রাখার পর এর বিরুদ্ধে রিভিউয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

তিনি বলেন, ১৯৭৬ সালে ট্রাইব্যুনাল আইন অনুসারে রিভিউ করার কোনো সুযোগ নেই। আপিল বিভাগেও তার রায় বহাল থাকায় প্রসিকিউশনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানান তিনি। এ রায় বহালের মধ্য দিয়ে আইনের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনের শাসন পুনরায় ব্যক্ত হয়েছে। বিচারহীনতার সংষ্কৃতি থেকে দেশ ও জাতি বিশ্বের কাছে আরো একধাপ এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সোমবার (৩ নভেম্বর) কামারুজ্জামানের আপিল মামলার চূড়ান্ত এ রায় দিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ। বেঞ্চের অন্য তিন সদস্য হচ্ছেন বিচারপতি আব্দুল ওহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

(ওএস/অ/নভেম্বর ০৩, ২০১৪)