আদালতের নিরাপত্তা জোরদার
স্টাফ রিপোর্টার, ঢাকা : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায় দেওয়া হবে আজ সোমবার। এ রায়কে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
হাইকোর্টের সবগুলো প্রবেশপথে কড়া পাহারার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো হাইকোর্ট এলাকা ঘিরে রেখেছে। পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও টহলে রয়েছে।
বিশেষ করে গৃহায়ন ভবনের সামনের গেট ও মাজার গেটের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সোমবারের কার্যতালিকায় (ওয়েবসাইটে প্রকাশিত) রায় ঘোষণার জন্য এ আপিল মামলাটি এক নম্বরে রাখা হয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় দেবেন। বেঞ্চের অন্য তিন সদস্য হচ্ছেন বিচারপতি আব্দুল ওহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
(ওএস/অ/নভেম্বর ০৩, ২০১৪)