সান্তাহারে হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৫ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হযরত আলী'কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হযরত আলী উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার মৃত ছোলেমান খানের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার ধৃত হয়রত আলীর বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাকে তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গ্রেপ্তার হযরত আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে মাদক ব্যবসা করছিল। ইতিপূর্বে তার নামে ৭ টি মাদক মামলা রয়েছে। রবিবার রাতে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।
(এস/এসপি/আগস্ট ২৮, ২০২৩)