মহম্মদপুরে নহাটা গ্রামীণ ব্যাংক শাখায় কেন্দ্র প্রধান বৈঠক অনুষ্ঠিত
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক নহাটা- মহম্মদপুর শাখার উদ্যোগ অফিস কক্ষে সোমবার বিকালে কেন্দ্র প্রধান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিহির কুমার সরকার এরিয়া ম্যানেজার গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস শালিখা।
গ্রামীণ ব্যাংক নহাটা মহম্মদপুর শাখার ব্যবস্থাপক গোবিন্দ লাল দাশ এর সভাপতিত্বে এ-সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক নহাটা মহম্মদপুর শাখার সেকেন্ড ম্যানেজার এম, আজিজুর রহমান, অত্র শাখার অফিসার মো. জামিরুল ইসলাম, মো. আবু বক্কার সিদ্দিক, মো. গোলাম রসুল, এজাজ আহম্মেদ ও মোঃ ফিরোজ আহম্মেদ ।
প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্য প্রদান কালে উচ্চ শিক্ষা ঋণ, ছাত্রবৃত্তি, গৃহ নির্মাণ, গ্রামীন পেনশন স্কিম, পরিবার কল্যাণ সঞ্চয়সহ বিভিন্ন প্রকার মেয়াদী আমানত সম্পর্কে মূল্যবান আলোচনা করেন। সবশেষে অতিথি বৃন্দ ওই দিন সন্ধ্যায় ৪৫ জন কেন্দ্র প্রধানকে একটি করে ফলদ ও একটি করে বনজ বৃক্ষের চারা বিতরণ করেন।
(বিএসআর/এএস/আগস্ট ২১, ২০২৩)