পোরশায় কূপে পড়ে এক ব্যক্তির মৃত্যু
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় কুপে পড়ে আব্দুস সাত্তার(৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার ঘাটনগর গ্রামের কানাপাহাড় এলাকার মৃত কমির উদ্দিনের ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের টিম লিডার মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার বেলা ১১টার দিকে সাত্তার একই গ্রামের কাচারিপাড়া মসজিদ সংলগ্ন কূপের পানি পরিস্কার করার জন্য কূপে প্রবেশের সময় পা ফসকে পড়ে যান বলে এলাকার লোকজন জানান। পরে তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পোরশায় খবর দিলে তারা এসে মৃত অবস্থায় সাত্তারকে উদ্ধার করেন। তবে কূপে পড়ার সাথে সাথেই তার মৃত্যু হয়েছে বলে তারা ধারনা করছেন।
অপরদিকে থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, সাত্তার কূপে পড়ে যাওয়ার পরে অক্সিজেন স্বল্পতায় মারাগেছে বলে তার ধারনা। লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
(বিএস/এসপি/আগস্ট ২১, ২০২৩)