বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিয়ারায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরে আজ বুধবার মধ্যরাতে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল মন্দিরের তালা ভেঙ্গে ভেতর থেকে সর্বস্ব চুরি করে নিয়ে গেছে। 

ঘটনার খবর পেয়ে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীনগর থানার ওসি মাহাবুব আলম। এ ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

মাঝিয়ারা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সাধারণ সম্পাদক সুজিত সাহা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ১৫ আগস্ট বুধবার মধ্য রাতে চোরের দল মন্দিরের দরজায় লাগানো তিনটি তালা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে। পরে মন্দিরের ভেতরে থাকা লোকনাথ বাবার বিগ্রহ থেকে স্বর্ণের তৈরী গলার চেইন, তুলসী পাতা, পঞ্চ প্রদীপ ও দানবাক্সসহ আনুষাঙ্গিক মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনার আমরা প্রতিকার চাই।

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও আওয়ামীলীগ নেতা স্থানীয় বাসিন্দা প্রবীর ভট্টাচার্য বলেন, 'লোকনাথ মন্দিরটি ২৭ বছর আগে প্রতিষ্ঠিত। এরকম চুরির ঘটনার পর এখন স্থানীয় হিন্দু মুসলমান সবার মাঝেই ঘটনাটি নিয়ে বেশ ক্ষোভ বিরাজ করছে।'

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, 'ঘটনাস্থলে ওসিকে পাঠিয়েছি। এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ঘটনাস্থল ঘুরে এসে ওসি মাহাবুব আলম জানান, 'চুরির ঘটনাটি রহস্যজনক! তালা ভাঙ্গা হয়নি। তালাগুলো ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'

(জিডি/এসপি/আগস্ট ১৬, ২০২৩)