৭৫ ট্রাজেডির নিন্দা জানিয়ে শরীয়তপুরে আলোর মিছিল
কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেতা মুজিব, মুজিব পরিবারের অন্যান্য সদস্য সহ সকল শহীদদের হত্যাকান্ডের নিন্দা জানিয়ে শরীয়তপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে। মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব প্রদান করেন শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
সোমবার সন্ধ্যা ৭ টায় শরীয়তপুর জেলা শহরের কেন্দ্রীয় মন্দির থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে চৌরঙ্গীস্থ বঙ্গবন্ধু ম্যুরালে এসে শেষ হয়।
এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমান দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর প্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ রানা, জেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির নাট্য বিষক প্রশিক্ষক সূজাতা রানী দে, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক চন্দনা রানী দে, এ্যাডভোকেট রাধা রানী, যুব ইউনিটের সভাপতি রুপক চক্রবর্তী প্রমূখ।
(কেএনআই/এসপি/আগস্ট ১৪, ২০২৩)