ছাত্রাবাসের সিট ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের ছাত্রাবাসের সিট ভড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ রবিবার বিকেলে কলেজ ক্যাম্পাস অনুষ্ঠিত মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কলেজ ছাত্রাবাসের সিট ভাড়া কমানোর দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি নোমান হাসান, শিক্ষার্থী রাসেল রানা, সাদেকুল,আবু বক্করসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী রাসেল রানা জানায়, আগে ছাত্রাবাসের সিট ফি ছিলো ২৫০ টাকা, বর্তমানে পাঁচশত টাকা নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ।
এ বিষয়ে জনৈক অভিভাবক জানান, "একটি সরকারি কলেজের আবাসিক সিটভাড়া কোনক্রমেই ৫শত টাকা হতে পারে না, জবাবদিহিতার অভাবে কলেজ প্রশাসন যা ইচ্ছে তাই করছে।"
(এআর/এসপি/আগস্ট ১৩, ২০২৩)