পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের পঞ্চগড় সদর উপজেলা পর্যারের চূড়ান্ত পর্ব আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় সদর ইউনিয়নের দ্বারিকামারী -৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অমরখানা ইউনিয়নের আনন্দময়ী সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের পঞ্চগড় পৌরসভার নতুনবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০গোলে হাফিজাবাদ ইউনিয়নের শেখের হাট ছলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
উল্লেখ্য, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২হাজার ৮শ ৫জন ছেলে-মেয়ে এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করার সুযোগ পায়।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্ট বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মসলিম উদ্দীন শাহ সহ উপজেলার বিভিন্নভাবে পর্যায়ের কর্মকর্তাগণ।
(এআর/এসপি/আগস্ট ১০, ২০২৩)