মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। ঢাকা ও উপজেলার আওনারা গ্রাম থেকে এরা সোমবার  মহম্মদপুর থানা পুলিশের হাতে আটক হয়। 

আটককৃতরা হচ্ছে, জুয়েল ওরফে রুবেল (৩১) পিং- মৃত আনোয়ার শেখ, আলা- আমিন(২০) পিং মো. হিরু শেখ, দেলোয়ার হোসেন (৩৪) পিং মন্তাজ মোল্লা, সৌরভ মোল্লা পিং- বাকি মোল্লা, মোহাম্মদ আজিজুল (২০) পিং- দরবেশ শেখ, রাজা মিয়া( ২১) পিং- মৃত মোসলেম শেখ, আবু তালেব মোল্লা(২৫) পিং- মৃত তেজারত মোল্লা, জালাল উদ্দীন পিং- মৃত মোজাহের মোল্লা সর্বসাং আউনাড়া পূর্বপাড়া মহম্মদপুর- মাগুরা।

পুলিশ জানায়, ২০২৩ সনের ১৬ জুন রাতে মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা গ্রামের প্রল্লাদ মন্ডলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার রাতেই ডাকাতরা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গৃহকর্তা প্রল্লাদ মন্ডলকে এবং তার ছেলেকে ঘুম থেকে ডেকে তোলে। এ সময় মুখোশ পরিহিত ১০/১২ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং কয়েক জন বাড়ির বাইরে সতর্ক অবস্থান নেয়। ডাকাতরা ঘরের সাব-বাক্সের তালা ভেঙ্গে নগদ আর্থ ২ লক্ষ্য ১০-হাজার টাকা, ৪-ভরি স্বর্ণের গহনা, ৭ ভরি রুপার গহনা সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর প্রল্লাদ মন্ডল বাদী হইয়া মহম্মদপুর থানায় একটি ডাকাতি মামলা করেন। পুলিশ ডাকাতি মালামালের মধ্যে ২ জোড়া রুপার নুপুর, একটি রুপার আংটি , একটি বাজু, ও ৮ হাজার টাকা উদ্ধার করেছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, ডাকাতি মামলায় আটজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

(বিএস/এসপি/আগস্ট ০৯, ২০২৩)