৫৮ বছর বয়সে এসএসসি পাস, লেখাপড়া চালিয়ে যেতে চান শাহা আলম

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামে ৫৮ বছর বয়সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মো. শাহা আলম নামের এক সাবেক ইউপি সদস্য। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় পাস করেন তিনি। তার জিপিএ দুই দশমিক ৪১। তিনি রাজারহাট উপজেলার কেশমত পুনকর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে।
গত সোমবার (৭ আগস্ট ) বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে সাবেক এই জনপ্রতিনিধি জানিয়েছেন।
শাহা আলম মিয়া জানান, সংসারে অভাব অনটনের কারনে বেশিদূর পড়াশোনা করতে পারেননি। ১৯৯৫ -১৯৯৬ সালের দিকে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। কিন্তু মনের ভেতর প্রবল ইচ্ছা থাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয়ে ভর্তি হন।
তিনি আরো জানান, 'গতবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলাম। সবখানে পড়াশোনার প্রয়োজন হয়। লেখাপড়া জানা থাকলে মানুষ কোথাও আটকে না। আল্লাহর রহমতে এসএসসি পাস করেছি। আল্লাহ সুস্থ রাখলে বিএ (স্নাতক) পাশ করবো।'
শাহা আলমের ছেলে জাহিদুল ইসলাম বাবু বলেন, আমি কাঁচামালের ব্যবসা করি। বেশিদূর পড়তে পারি নাই। তবে বাবা এসএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বয়সে বাবা পাস করায় আত্মীয়-স্বজনসহ পরিচিত মানুষজন আমাদের বাসায় মিষ্টি নিয়ে এসেছে।
কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবেদ আলী বলেন, এ বয়সে তার লেখাপড়ার ইচ্ছা এটা খুবই প্রশংসনীয়। শিক্ষার প্রতি তার এরকম আগ্রহ দেখে অনেকে অনুপ্রাণিত হবে।
(পিএস/এসপি/আগস্ট ০৯, ২০২৩)