বঙ্গোপসাগরে নিখোঁজ থাকা ১২ জেলে উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ থাকা ১২ জেলেকে উদ্ধার করেছেন বিভিন্ন ট্রলারের জেলেরা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে সাগরে ভাসতে থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. ফরিদ, মো. ইলিয়াস, মো. আরাফাত, মো. শাহীন, মো. মোখতার, আখতার হোসেন, নুর মোহাম্মদ, মো. ওসমান, মো. আরজু ও মো. আজিজুল হক। এছাড়া বাঁশখালীর দুই জেলের নাম জানা যায়নি।
মঙ্গলবার রাতে সাগরে ঝড়ের কবলে পড়ে এফবি আলী শাহ নামের ট্রলারের ১২ জন নিখোঁজ ছিলেন।
কোস্টগার্ড (পূর্ব জোন) সাঙ্গু স্টেশনের কনটিনজেন্ট কমান্ডার (সিসি) মোস্তাক আহমেদ বলেন, সাগরে ভাসমান ১০ জেলেকে পতেঙ্গার একটি ট্রলার এবং আরও দুইজনকে ভোলার জেলেরা উদ্ধার করেছেন।
(জেজে/এএস/আগস্ট ০৪, ২০২৩)