কর্ণফুলীতে পিডিবির অভিযানে ১০ লক্ষ টাকা জরিমানা
জে.জাহেদ, চট্টগ্রাম : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর পটিয়া অফিসের অধীনে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার ইছানগর ও শিকলবাহার মাষ্টার হাট এলাকার ফিডারে ভ্রাম্যমাণ বিদ্যুৎ আদালতের অভিযানে ১০ লাখ ৭ হাজার ৭শ’ ৪৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় ২ টি বকেয়া বিল অনাদায় ও ৬ টি অবৈধ বিদ্যুৎ লাইন ধরা পড়ে তার জব্দ করার অপরাধে ৮টি মামলা দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন।
এ সময় বিদ্যুৎ বিতরণ বিভাগ পটিয়া অফিসের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসাইন, সহকারি প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিএমপি কর্ণফুলী থানার পুলিশ ফোর্স, মিটার রিডার এবং টেকনিক্যাল টিমের প্রচেষ্টায় ৬ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ ও দেশের সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।'
(জেজে/এসপি/আগস্ট ০৩, ২০২৩)