কুমিল্লার এডিসি হলেন সৈয়দ শামসুল তাবরীজ
জে.জাহেদ, চট্টগ্রাম : কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হলেন সৈয়দ শামসুল তাবরীজ। সিনিয়র সহকারী সচিব পদ মর্যাদার এই কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন।
গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজকে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক করা হলো।
তাকে পদায়িত জেলায় ‘দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সৈয়দ শামসুল তাবরীজ ৩০ তম বিসিএসের কর্মকর্তা। নিজ জেলা ফেনী। এরপূর্বে কর্ণফুলী ও চকরিয়া উপজেলার ইউএনও থাকাকালে অল্প সময়ে সাধারণ মানুষের খুব কাছাকাছি ও আস্থা অর্জন করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি হলে চসিকে রাজস্ব কর্মকর্তা হিসেবে পদায়িত হন।
(জেজে/এসপি/আগস্ট ০২, ২০২৩)