পঞ্চগড় গভর্নমেন্ট অ্যান্ড টেন্ডারার্স ফোরামের কর্মশালা
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে জিটিএফ এর গুরুত্ব ও কার্যকারিতা সম্পর্কীয় এক কর্মশালা আজ রবিবার পঞ্চগড় জেলা প্রশাসক এর দরবার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট(সিপিটিইউ)আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ে পরিচালক (যুগ্মসচিব) মো.আকনুর রহমান (পিএইচডি)।
পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো.রিয়াজ উদ্দিন।
কর্মশালার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র পরিচালক বাদল হালদার। জেলার ৫ উপজেলার সকল সরকারি ক্রয়সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের ঠিকাদাররা কর্মশালায় স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন।
(এআর/এসপি/জুলাই ৩০, ২০২৩)