কর্ণফুলীতে এগিয়ে আজিম হাকিম, পিছিয়ে কালারপোল
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাশের হার ৭০.৬০ শতাংশ। উপজেলার মধ্যে সবচেয়ে সেরা সাফল্য দেখিয়েছে আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ। এ বিদ্যালয় থেকে এ বছর ২৩০ জন মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ।
উপজেলার আছিয়া মোতালেব উচ্চ বিদ্যালয় থেকে ৬২২ জন পরীক্ষা দিয়ে ৪৭৫ জন পাস করে ২য় স্থানে থাকলেও জিপিএ-৫ পেয়েছে ১জন। ৩য় স্থানে থাকা উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ২৮৬ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২১৯ জন শিক্ষার্থী তার মধ্যে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
চতুর্থ স্থান অধিকার করেছে উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। ওই প্রতিষ্ঠানে ৪২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩১১ জন পাস করে ও ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
উপজেলার মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয় থেকে ২১৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৩৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ২৬৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৬৪ করলেও জিপিএ-৫ পেয়েছে ৬জন শিক্ষার্থী।
উপজেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা কালারপোল উচ্চ বিদ্যালয় থেকে ২৩৬ জন পরীক্ষা দিয়ে ১১১ জন পাস করেছে। তার মধ্যে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
কর্ণফুলীতে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত আয়ুব বিবি স্কুল এন্ড কলেজে পাশের হার ৯৫.৯৫%। জিপিএ ৫ পেয়েছেন ১৪ জন। মোট পরীক্ষার্থী ছিল ১৪৮ জন। পাস করেছেন ১৪২ জন।
ওদিকে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৮.২৯ শতাংশ। যা গত বছর ছিল ৮৭.৫৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন, গতবছর ছিল ১৮ হাজার ৬৬৪ জন। এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।
(জেজে/এসপি/জুলাই ২৮, ২০২৩)