চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ এর দিক থেকে সেরা দশের তালিকায় রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।

গতবারের মতো এবারও শতাবর্ষী এ শতভাগ পাসের তালিকা থেকে ছিটকে গিয়ে জায়গা করে দিয়েছে সরকারি মুসলিম হাই উচ্চ বিদ্যালয়কে। তবে জিপিএ-৫ এর দিকে সেরা তালিকায় নিজেদের আসন অক্ষত রেখেছে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা।

কলেজিয়েট স্কুল থেকে ৪৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে একজন শিক্ষার্থী। যার কারণে শতভাগ পাসের তালিকা থেকে সরে যায় কলেজিয়েট স্কুল। তবে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে এবং ৯৯ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১০ জন পরীক্ষার্থী।

ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৭৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৭৪ জন। জিপিএ-৫ এর দিকে এ স্কুল রয়েছে দ্বিতীয় অবস্থানে।

সেরার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়। শতভাগ পাস করে এ প্রতিষ্ঠানের ৪৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৩১ জন পেয়েছে জিপিএ-৫।

চতুর্থ অবস্থানে রয়েছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। তাদের ৫১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে জিপিএ-৫ ২৬০ জন পেয়েছে।

নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ৪৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৭১ জন। ৯৮ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৫৭ জন। তারা রয়েছে সেরা তালিকায় পঞ্চম অবস্থানে।

বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন। সেরার তালিকায় এ প্রতিষ্ঠানের অবস্থান ষষ্ঠ।

চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩৩২ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩২ জন। সেরার তালিকায় এ স্কুলের অবস্থান সপ্তম।

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৮০ জন। ৯৬ দশমিক ৭৮ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়ে জিপিএ ৫ পেয়েছে ২৫৫ জন। সেরা তালিকায় তারা রয়েছে অষ্টম অবস্থানে।

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৮৫ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে পাস করেছে ২৮২ জন। ৯৮ দশমিক ৯৫ শতাংশ কৃতকার্য হয়ে জিপিএ-৫ এর দিকে তারা রয়েছে নবম অবস্থানে। এ স্কুলের ২২৩ জন পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।

জিপিএ-৫ এর দিকে সেরা দশের তালিকায় রয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের ২৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৯ জন।

প্রসঙ্গত, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৬ জন। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন। এবার পাসের হার গতবারের তুলনায় ১০ শতাংশ কম। যদিও এবার পাসের হার এবং জিপিএ ৫ দুটোই কমেছে গতবারের তুলনায়।

(জেজে/এএস/জুলাই ২৮, ২০২৩)