চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মীরসরাই উপজেলার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে অপর একটি গাড়ির চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ জুলাই) সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এলাকার হাদিফকিরহাট বাজারে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চালক মো. মাহবুব (৩৫) ও গাড়িতে থাকা যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)। মাইনুদ্দিন কুমিল্লার বুড়িচং উপজেলার ফুল মিয়ার ছেলে। মাহবুব একই এলাকার মো. সোবহানের ছেলে।
দুর্ঘটনায় মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী, দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
কুমিরা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, ভোরে কক্সবাজার থেকে কুমিল্লা যাওয়ার পথে হাদিফকিরহাট বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে দ্রুতগতির একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ দুজন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
(জেজে/এএস/জুলাই ২৬, ২০২৩)